1. amarcampus24@gmail.com : admin2020 :
মা হচ্ছেন কারিনা, - AmarCampus24
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৯ পূর্বাহ্ন

মা হচ্ছেন কারিনা,

আমার ক্যম্পাস/ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
কারিনা কাপুর

‘লাল সিং চাড্ডা’ সিনেমার ১০০ দিনের শুটিং বাকি কারিনা কাপুর খানের। এদিকে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। তাই ছবির সহশিল্পী আমির খানের টেনশন বাড়ছে দিন দিন।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন। সে খবর কিছুদিন আগে কারিনা ও সাইফ আলী খান ঘোষণাও করেছেন। এরপর থেকে নবাব খানদানে খুশির জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যাচ্ছে ভক্তদের অভিনন্দনে। তবে এ খবরে চরম বেকায়দায় পড়েছেন বলিউড অভিনেতা আমির খান।

আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’-এর নায়িকা কারিনা। তাই কারিনার মাতৃত্ব আমির খানের কপালে চিন্তার ভাঁজ এনে দেবে এটাই স্বাভাবিক।

কারিনা কাপুর ও আমির খান

প্রথমবার মা হওয়ার সময় কারিনা ছবির কাজে নিজেকে রীতিমতো ব্যস্ত রেখেছিলেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও মনীশ মালহোত্রার ডিজাইন করা জমকালো লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের ফ্যাশন মঞ্চ আলো করেছিলেন।

কখনোই তিনি তাঁর মাতৃত্বকে সবার কাছ থেকে আড়াল করতে চাননি। জানা গেছে, এবারও একই তরিকা বেছে নিয়েছেন তিনি। কারিনা তাঁর ছবির কাজ বন্ধ রাখবেন না। তাই ফটোশুটের পাশাপাশি ছবিসংশ্লিষ্ট নানা কাজে ব্যস্ত আছেন বলিউডের এই নবাবপত্নী।

আমির খান ও কারিনা কাপুর খান অনেক আগেই ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু করেছিলেন। কিন্তু করোনার কারণে শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। আমির এ ছবির শুটিংয়ের জন্য সদলবলে তুরস্কে গেছেন।

এরপর তাদের জর্জিয়া যাবার কথা। জনপ্রিয় হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক হিন্দি এই ছবির এখানো ৪০ শতাংশ শুটিং বাকি। এ বছর বড়দিনে আমিরের এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়েছে ছবির মুক্তির দিন। আগামী বছর বড়দিনে সিনেমা হলে আসবে ‘লাল সিং চাড্ডা’। এর আগে কারিনাকে আমিরের সঙ্গে ‘তালাশ’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবিতে দেখা গেছে।

আমার ক্যাম্পাস/ঢাকা/আর এম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর