নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও দুইজনকে আটক করেছে র্যাব।
মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।এ ছাড়া এ ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গতরাতে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেগমগঞ্জ উপজেলা থেকে দুই জনকে আটক করেছিল পুলিশ।
বাকিদের গ্রেফতারে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাব এবং পুলিশের গোয়েন্দা বিভাগ। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
নির্যাতনের শিকার নারী গতরাতে আটক ওই দুইজনের ঘটনায় সম্পৃক্ত থাকার কথা পুলিশকে জানিয়েছেন বলে জানান বেগমগঞ্জ থানার ওসি মোঃ হারুন-অর-রশীদ চৌধুরী।
আজ নোয়াখালীর জেলা সদর হাসপাতালে ওই নারীর মেডিকেল পরীক্ষার কথা রয়েছে।
প্রসঙ্গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা।
এর পর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।
রোববার রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিত গৃহবধূ (৩৫) বাদী হয়ে মামলা করেন।
এছাড়া নির্যাতনের ওই ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন ওই নারী।
গতকাল সন্ধ্যার পর থেকে ঘটনাটির দেড় মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে ভিডিওটি শেয়ার না করতে অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে এই ভিডিও শেয়ার করতে দেখা গেলে বা এই ভিডিও ছড়িয়ে দেয়ার পেছনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
আমার ক্যাম্পাস/ঢাকা/আর এম
আরও পড়ুন:
এমসি কলেজে গণধর্ষণ: প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর গ্রেফতার
Leave a Reply