আগামী ২৬ সেপ্টেম্বর আইনজীবী তালিকাভূক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। রোববার বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করে।
সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ পরীক্ষা নিতে প্রয়োজনীয় হল না পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে এ উদ্দেশ্যে গঠিত এনরোলমেন্ট কমিটি।
তবে আলোচনা সাপেক্ষে দ্রুত পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এছাড়া পরীক্ষা স্থগিতের বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।
আপিল বিভাগের রায় প্রতিপালন না করে অনিয়মিত পরীক্ষা গ্রহণ ও খাতা রিভিউ সুবিধা প্রদান না করাসহ বেশ কিছু দাবিতে আন্দোলন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
আন্দোলনের মুখে ২৭ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছিলো।
সে অনুসারে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মত বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থী।
২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ সর্বমোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এডভোকেটশিপ লিখিত পরীক্ষার খাতা পরিবর্তনের শঙ্কা!
বার কাউন্সিল পরীক্ষা নিয়ন্ত্রণ করে এনরোলমেন্ট কমিটি। আগে পরীক্ষা নিতো বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা কিন্তু ২০১২ সালে আইন সংশোধন করা হয়।
বর্তমানে আপিল বিভাগের একজন বিচারপতি সভাপতি পদে, সঙ্গে আরও দুজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ মোট ৫ সদস্যের ওই কমিটির পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন।
করোনা পরিস্থিতিতে অনেকটাই থেমে গিয়েছিল মানুষের দৈনন্দিন জীবন-যাপন। এদের মধ্যে সবচেয়ে করুণভাবে দিনাতিপাত করছেন শিক্ষানবিশরা।
স্বাভাবিক পরিবেশে আদালতের কার্যক্রম পরিচালিত না হওয়ায় এবং বিকল্প পেশায় উপার্জনের সুযোগ না থাকায় ২০১৭ এবং ২০২০ সালের এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশরা লিখিত মওকুফ করে ভাইভা নিয়ে গেজেট প্রকাশ করে, তাদের আইনজীবী হিসেবে ঘোষণার দাবি তুলেন।
আইনজীবী লিখিত পরীক্ষা বাতিলের দাবি নাখোচ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ও এনরোলমেন্ট কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
তিনি বলেন, এমসিকিউ উত্তীর্ণদের লিখিত মওকুফ করে ভাইভা নিয়ে গেজেট দেওয়ার দাবি মেনে নেওয়া হবে না।
আমার ক্যাম্পাস/ঢাকা/খপ
Leave a Reply