যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মানারাত কলেজে উদ্যাপিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।
এ উপলক্ষে কলেজে অনুষ্ঠিত হয় বাংলা অলিম্পিয়াড, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহিদ দিবসের এই অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহ্দী হাসান প্রামানিক, পিএসসি, উপাধ্যক্ষদ্বয় ফাতেমা জেমায়মা রহমান ও মোহাম্মদ ফারুক।
শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক জনাবা তাহমিনা সিদ্দিকী ও বাংলা বিভাগের ম. খ. সাইফুল্লাহ। অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহ্দী হাসান প্রামানিক,
পিএসসি তাঁর আলোচনায় বলেন, আমাদের বাংলা ভাষা ও শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানতে হবে। মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তিনি আরও বলেন, ইংরেজি মাধ্যমের ছাত্রদেরও বাংলা পড়তে হবে, কারণ আমরা বাংলাদেশের নাগরিক ।
মানারাত ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে বাংলা পড়া বাধ্যতামূলক। বাংলা ভাষাকে অবহেলা করা যাবে না। অনুষ্ঠানে মানারাত শিক্ষকদের গান ও কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।
এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল বাংলা কবিতা
আবৃত্তি, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা প্রভৃতি।
আমার ক্যাম্পাস / ঢাকা /আর এম
Leave a Reply