1. amarcampus24@gmail.com : admin2020 :
রোহিঙ্গা সঙ্কট: কথা ঘোরালেন চীনা দূত লি জিমিং - AmarCampus24
সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা সঙ্কট: কথা ঘোরালেন চীনা দূত লি জিমিং

আমার ক্যম্পাস/নিউজ ডেস্ক
  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোহিঙ্গা সঙ্কটকে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমারের ‘ঝগড়া’ বলার পর সাংবাদিকদের প্রশ্নে পিছু হটতে হল ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংকে।

নভেল করোনাভাইরাস নিয়ে চীনের হিমশিম খাওয়ার মধ্যে সোমবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে লি জিমিং এলে তাকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রশ্ন করা হয়।

মিয়ানমারের উপর চীনের প্রভাবের কারণে রোহিঙ্গা সঙ্কট অবসানে চীনের ভূমিকা শুরু থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

ডিক্যাবের অনুষ্ঠানে জিমিং বলেন, “আমরা চাচ্ছি সংলাপের মাধ্যমে এটার সমাধান হোক, বিশেষভাবে ঝগড়ায় জড়িয়ে থাকা মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপক্ষীয় উদ্যোগে।

“কারণ তারা দুই দেশ যুদ্ধে জড়িত নয় এবং তাদের ভালো সম্পর্ক। ঝগড়া সংসারে স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে।”

তার এমন বক্তব্যে এক সাংবাদিক বলেন, “প্রতিবেশীর ঝগড়ার এই উদাহরণ এক্ষেত্রে প্রযোজ্য নয় এ কারণে যে, এটা মিয়ানমারের সমস্যা, তাদের সমস্যার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। পুলিশ ডাকার অবস্থানে বাংলাদেশ।”

তখন রাষ্ট্রদূত জিমিং তার অবস্থান পাল্টে বলেন, “তা ঠিক, এটা ঝগড়ার ইস্যু সেভাবে না। মূলত রোহিঙ্গা ইস্যু মিয়ানমারেরই সমস্যা, বাংলাদেশের নয়।

“রোহিঙ্গা ঢলের পরে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, এখন আপনারা মিয়ানমারের সঙ্গে আলোচনা করছেন- ঝগড়া নয়, কীভাবে সমস্যার সমাধান হবে। এটাই মূল বিষয়।”

আমার ক্যাম্পাস/ঢাকা/আর এম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর