করোনাভাইরাস আতঙ্ক চারদিকে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ঝুঁকি। কিন্তু কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মহামারি করোনাভাইরাস উপেক্ষা করে শুক্রবার দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গণবিয়েতে যোগ দিয়েছেন কয়েক হাজার যুগল। তাদের অনেকের মুখেই মাস্ক।
কিন্তু আনন্দ আর উচ্ছাস যেন থামছে না। গান, নাচ আরোও কতকি করে যাচ্ছে সংশ্লিষ্টরা।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাজধানী সিউলের উত্তরপশ্চিমের গ্যাপিঅংয়ের চেয়ং শিম পিস ওয়ার্ল্ড সেন্টারের আয়োজনে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। যাদের মধ্যে অন্তত ছয় হাজার যুগলই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছে।
জানা গেছে ১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়ার এ চার্চটি প্রতিষ্ঠা করেন মুন। ১৯৬১ সাল থেকে ২০০২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তার অধীনেই এ গণবিয়ে হতো। মাঝে মাঝে বড় বড় স্টেডিয়ামেও এই গণবিয়ের আয়োজন হয়েছে।
১৯৯৭ সালে ওয়াশিংটনের গণবিয়েতে অংশ নিয়েছিল ৩০ হাজার যুগল। এর দুবছর পর সিউল অলিম্পিক স্টেডিয়ামে ২১ হাজার অংশ নেন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় ইতোমধ্যে ২৪ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী চীনে মৃতের সংখ্যা ৬৩০ ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
ভাইরাসের উৎসস্থল উহান সফর করেছেন এমন বিদেশিদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিউল। সব মিলিয়ে আয়োজন ছিল অন্যরকম।
আমার ক্যাম্পাস/ঢাকা/আর এম
Leave a Reply