ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আজ সোমবার সকাল ১১টার দিকে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রতক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে।
প্রক্টর বলেন, কোন গোষ্টী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচনের মাহাত্মকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগেও একাধিক বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি।
আমার ক্যাম্পাস/ঢাকা/আর এম
Leave a Reply