ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ ডিগ্রি’ প্রদান করতে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় সংলগ্ন লাউঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ, ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানী, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ।
জানা গেছে, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র নির্মাণ, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়
আমারক্যাম্পাস/ঢাকা/আর এম
Leave a Reply