জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে হাফ ম্যারথন (২১.১ কিলোমিটার) অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার (১০ জানুয়ারি) ক্যাম্পাসে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকলেই প্রাণ ভরে সে দৌড় দেখেন।
ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী মাহফুজুল হক প্রথম, ফার্মেসি বিভাগের রাকিবুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল মাহমুদ যৌথভাবে দ্বিতীয় এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দ্বিপঙ্কর ভৌমিক তৃতীয় স্থান অর্জন করেন। তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।
এছাড়া নারীদের মধ্যে চারুকলা বিভাগের রূপশ্রী হাজং প্রথম, দর্শন বিভাগের আফরিয়াতুল জান্নাত দ্বিতীয় এবং একই বিভাগের সুমাইয়া শম্পা তৃতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে বেলা ১১টায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানাগেছে ভোর ৬টায় সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য। বিষয়টি ছিল অনেকটাই ব্যতিক্রমধর্মী।
ঢাকা/আমারক্যাম্পাস/আর এম
Leave a Reply