তারবিহীন আকাশ দেখলো সিলেটবাসী | বিদ্যুৎ, ইন্টারনেট, ডিস এবং টেলিফোন এর ঝুলন্ত তারবিহীন সিলেট নগরীর দরগা গেইট এলাকা, সিলেট সিটিকে স্মার্ট সিটিতে রুপান্তর করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে হযরত শাহজালাল (রা.) মাজার (দরগাহ গেইট) এলাকায় আনুষ্ঠানিকভাবে ভূ-গর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন চালো করা হয়েছে |
আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সিলেট নগরী থেকে শুরু আন্ডারগ্রাউন্ড তার প্রতিস্থাপন। যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে দরগাহ গেইট এলাকায়। পর্যায়ক্রমে আগামীতে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্র থেকে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে চৌহাট্টায় যাবে। চৌহাট্টা থেকে একটি লাইন যাবে নগরীর জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত আরেকটি লাইন যাবে চৌহাট্টা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত।
ঢাকা/আমারক্যাম্পাস / আর এম
Leave a Reply